অষ্ট প্রহর- কষ্ট করি
নষ্ট করি দেহ
খোঁজ রাখে না কেহ
অনটনের ভরা পুকুর
আমার ভাঙ্গা গেহ।
চাঁদের আলো সেও ভালো
কালো রাখে দূরে,
আমার ভাঙ্গা কুড়ে -
দুঃখ এসে বিলাপ করে
নিত্য নতুন সুরে।
দিন বদলে ঋণ বেড়ে যায়
বীন বাজে না তবু।
হায়রে আমার প্রভু!
সদয় কি আর হবে তুমি -
জীবন থাকতে কভু!