ঢেকে রাখো কষ্টটা
মুছে ফেলো শোক
জীবনের ধারা মানো
যোগ ও বিয়োগ!
যেতে হবে সকলের
আগে-পরে তাই-
আসার আছে সিরিয়াল
যাওয়ার তা নাই!
প্রস্তুতি নিয়ে থাকো
ডাক যদি আসে
হাসিমুখে চলে যাবে
চপল উচ্ছ্বাসে!
দুনিয়াটা দু’ দিনের
রাখো সদা মনে
মিলেমিশে থাকা চাই
সকলের সনে!