একটা খোকা ভীষণ বোকা
বনবাদারে ঘোরে
ফুলের সাথে_ কথা বলে
পাখির সাথে ওড়ে।
ছন্নছাড়া মেঘের সাথে
মনটা বেঁধে রাখে
প্রজাপতির রঙিন ডানায়
জীবনছবি আঁকে!
ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে
জলে সাঁতার কাঁটে
দুপুর বেলায় বৃষ্টি এলে-
যায় সে খেলার মাঠে।
রাতের বেলা জোনাকিদের
নিয়ন আলো দেখে
এই প্রকৃতির কাছে যে সে
বাঁচতে যেন শেখে।।