ঝট করে এসে- হই পট করে রাজা!
দুই পা ঝুলিয়ে খাই- মুচমুচে ভাজা!
দিনে দিনে মাস যায়
কার কতো বাঁশ যায়,
করছি না সে হিসাব। হচ্ছি রে তাজা!
তার উপরে চামচার আছে ঘষামাজা!