এসছি ভবে
যেতে হবে
কেউ পাবে না মাফ
নিশানা দিক
রেখেছি ঠিক
নেই তো মনে চাপ।

দীর্ঘজীবন
অযথা রন
বাড়বে কেবল পাপ
যেতেই হবে
কেন তবে
করবো অনুতাপ।

জীবন কায়া
মিছে মায়া
কেবলই লাফ ঝাপ
প্রভুর বাগে
যাবার আগে
মনটা করো সাফ।