সুনামিটা সু পায়ে
রাজপথে হাঁটে
তাই দেখে আমাদের
ভয়ে দিন কাটে।
কেউ পায় বুকে বল
লোভ যার অতি
দ্বিধাহীন করে যায়
এদেশের ক্ষতি!
আমরা তো সাধারণ
সাতে-পাঁচে নাই
শান্তির আবাস খুঁজি
মিশেমিশে তাই।
স্বার্থের জ্বলন ওঠে
তাই দেখে কারো
ধর্মে বিভেদ বোনে
বিস্তারে আরো।
জাতে পাতে দ্বন্দটা
আরো বেশি চড়ে
মন্দের বাঁশি বেজে-
ওঠে ঘরে ঘরে।
চোখ কান বুজে বলো
কত থাকা যায়
জেগে ওঠো জেগে ওঠা
সকলের দায়।।