আমরা যেন পরেই আছি
আজো কাঙাল বেশে
রাজাকার, আলবদর আর
আলসামসের দেশে!
আষ্ফলণটা দেখি যতো
অবাক হয়ে ভাবি ততো
যায় না মোচন খারাপ কিছু
রক্তে যদি মেশে!
রক্তদোষে হয়না ওদের
দেশকে ভালোবাসা
ষড়যন্ত্রের জাল বিছিয়ে
করে অন্য আশা!
ধার ধারে না মানবতার
বিপক্ষে রয় স্বাধীনতার
ওদের হাতেই যখন তখন
ঘটছে সর্বনাশা!