জন্ম থেকে কত জ্বালা
চলছি সয়ে ভবে
তবে-
তোমার দেয়া জ্বালাগুলো
এমন মধুর হবে
ভেবেছি তা কবে?

মধু বলে বিষ দিয়েছো
নিষেধ করি নাই
পান করেছি তাই
অঙ্গ আমার জ্বলে-পুড়ে
হয়ে গেছে ছাই
তাও বলেছি চাই!