জগলুল হায়দার
ছড়ানদে বায়দাঁড়
সকলেই জানি
আপনি না জানলে
সেটা হয় ফানি।
গুগলেতে ঢুকলে
নামখানা টুকলে
পাবেন যে সব,
ষাট খানা বইয়ে আছে
ছড়ার অনুভব।
নিয়ে গোটা পরিবার
প্রবাসী জীবন তাঁর
ইউএসএ থাকে'
তবু তিনি দিনরাত
বাংলাকে দেন সাথ
দেশ বুকে রাখে'।