পায়রা ঝাঁকে শকুন দেখে
জাগে মনে শঙ্কা,
আঁচড় কেটে এই দেশটা
বানাবে কি লঙ্কা?

মেধাবীদের মেধা ডিঙে
বাজাচ্ছে তো ডঙ্কা
ওদের কারা পৃষ্ঠপোষক
দিচ্ছে কারা টঙ্কা!

শিকড় ছিঁড়ে এই জাতিকে
করেই যদি বঙ্কা-
পথ হারাবে ডালিমকুমার
নির্বাসনে কঙ্কা।