নিদ্রা তোমার ভাঙ্গবে কখন
জাগবে কবে তুমি-
বর্গী তো নেই, স্বজাতিরা
লুটছে স্বদেশভূমি!
কান পাতলে ডানে বামে
কান্না শুনি ওই
বীরের জাতি সেই বাঙালি
অহংকার আজ কই?
গুম খুন আর রাহাজানে
দেশটা গেছে ভরে।
এই মাটিতে দুর্নীতিবাজ
শক্তিতে রাজ করে!
আর কতকাল ধৈর্য্য ধারণ
অধিকারের জন্য-
জাগলে তুমি জাগবে স্বদেশ
জীবন হবে ধন্য!