কাল বলেছি তুমি খারাপ
আজ বলছি ভালো
কালের কথা স্মরণ করে-
গোস্যা যদি ঢালো
উল্টো ঘুঁটি চালো-
তোমার চালে হয়ে যাবে
আমার বাজিমাৎ
আমি যে র্নিঘাত
পতিত হবো অন্ধকারে
ঘিরবে কালোরাত!
বুঝে শুনে তাই-
তোমায় এখন ঈমাম মেনে
মনে দি’ছি ঠাঁই
পাছের লোকে বলে কিছু
বলুক না যে যাই
উপায় তো আর নাই!