হঠাৎ সেদিন মধ্যরাতে
গাঁয়ে ভীষণ শোর-
চোর! চোর! চোর! চোর!
সত্যি আমার কাটেইনি কো-
তখন ঘুমের ঘোর,
উঠেই দিলাম দৌড়!
চোর! চোর! চোর! চোর!
খুঁজি সবাই- হেথায় হোথায়!
ছিচকে সিঁদেল গেল কোথায়?
পাইনা দেখা ওর-
চোর! চোর! চোর! চোর!
চোরকে তো নয় ভূতকে তাড়া!
ভূতটা খুঁজেই দিশেহারা,
রাত্রি হলো ভোর!
কোথায় রে ভাই চোর?
# ১৬ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।