হরিকান্ত চাকলা--
কি ছবি আঁকলা?
যার শিরে তেল আছে
তারে তেল মাখলা!
বললাম সোজাসুজি
স্বার্থটা করে পুঁজি-
ছয়-নয় করে যত
সত্যকে ঢাকলা!
যার ভোটে মাতবর
তার গালে দাও চড়
বিপদের বন্ধুরে-
মনে কই রাখলা!
হরিকান্ত চাকলা--
খুব বেশি পাকলা
পেকে পেকে চুল গেল
মাথা হলো টাকলা!
একদিন পাবে খেই
জনগণ বোকা নেই
ঠিক তারা টাইম মত
তুলে নেবে বাকলা!