জানিস আমার নাম-
হরিকান্ত চাকলা,
মোটে কথা হবে না
তুলে নেবো বাকলা!
তারপর প্যাক করে
নাম লিখে চালানে
সোজা দিবো পাঠিয়ে
সরকারি দালানে!
থেমে যাবে হামতাম
ক্যাদ্দানী রঙ্গ
এই দেশ আমাদের
এই গোটা বঙ্গ!
মাগনা তো পাইনি-
কিনেছি তা মূল্যে
দায়ভারও আমাদের
সর্বো-সাকুল্যে!