মাথা মোটা টাকলা-
হরিকান্ত চাকলা,
আজীবন মাছটারে-
শাক দিয়া ঢাকলা!
বুঝাইলা নয়-ছয়
সাত-পাঁচে কুড়ি হয়!
একুশের উর্বসী-
ঊনাশির বুড়ি হয়!
দেখলা না চেখে দই-
খই দিয়া মাখলা!
এক হাতে তালি নয়
খুব জোর তুড়ি হয়;
সকলেই জানি সেটা
চা’ল ভেজে মুড়ি হয়!
চাল দিয়ে গাল দিয়ে
দাবিয়ে তো রাখলা!
হরিকান্ত চাকলা-
দুধে-ভাতে থাকলা
মানুষের মেরে-টেরে
কতো সুখ আঁকলা!
বাগে পেলে লোকজন
তুলে নিবে বাকলা!!