রাখেন মিয়া- উচিত কথা!
উচিত এখন হচ্ছে কী?
ডাইনে বামে আছেন যারা
উচিত কেহ কচ্ছে কি?
চোরের যা’গা ডাকাত নি’ছে
সাধুর পোশাক উপরে
নানান রকম কীর্তি তারাই-
করছে দিনে দুপুরে!
তাদের যারাই সহযোগী
বলছে ভালো আছি রে
আমরা যারা নিত্য রোজের
খেলছি কানামাছি রে!
চাল কিনতে পকেট ফাঁকা
লবণ কিনি কি দিয়ে?
বলছি ভয়ে- ভালোই আছি
পান্তা খাচ্ছি ঘি দিয়ে!
পেটের চামড়া ঠেকছে পিঠে
ঠোঁটটা মাখি হাসিতে
এরচে ভালো উপায় এখন
লটকে যাওয়া ফাঁসিতে!