হোঁচট তুমি খেতেই পারো
চলতে গিয়ে পথে-
বেখেয়ালী মতে!
তাই বলে কি কোনদিনও
চড়বে না আর রথে?
এখানেই কি থেমে যাবে
জীবন জয়ের গান?
এ কোন অভিমান?
লিখতে হবে নতুন করে-
চলার অভিধান!
সময় কি আর থেমে রবে?
চলবে নিয়ম মত
ভুলে সকল ক্ষত
এগিয়ে চলার নামই জীবন
থাকুক বাধা যত!
#২৮ জানুয়ারী ২০২২, লালমনিরহাট।