অসৎ জনের পাঠ চুকেছে
সতেরা দেশ গড়ছে-
দূর্নীতির সব নীতি ভেঙে
সুনীতিতেই লড়ছে!

কেউবা বলে হচ্ছে একি
সবাই তারা ব্যস্ত দেখি-

দশের কথা কেউ ভাবে না
নিজের পকেট ভরছে
কারে বা কে টেক্কা দিয়ে
কোন উপরে চড়ছে?