পান্থকানাই বাজায় সানাই
হরি মেলায় তাল-
গাঁট বেঁধেছে রজকিনী
চন্ডী- বেসামাল!

পারুর নাচন খারু পায়ে-
দেবের দুচোখ লাল
ঢকর ঢকর গিলছে নাকি
পুনের কড়া মাল!

সাজনা তলায় তর্ক ফলায়
কাটছে শুভ কাল-
পুরোহিতের ‘হিতমন্ত্রে’-
গুষ্ঠীউদ্ধার গাল!!