দু' দিনের দুনিয়ায়
কেন কর হায় হায়
ভুলে যাও সব
দুঃখে নয় বুক ভার
যাতনার এ সংসার
মিছে অনুভব।
আনন্দ হাসি গানে
খুশি দাও প্রাণে প্রাণে
হে প্রিয় রব!