ইজি কাজে বিজি থাকেন আবজাল ভাই!
কোন কাজে ডাক এলে বলে- 'যাই যাই!'
যাই যাই করে তাঁর হয় না তো যাওয়া!
এ-বেলার অন্ন হয় ও-বেলায় খাওয়া!

মোবাইলটা হাতে তাঁর সারাক্ষণ থাকে
পাবেন না কল করে কক্ষনো তাঁকে!
সারাদিন ব্যাস্ত সে শুধু আলাপনে,
আমি ভাবি এতো কথা কন কার সনে?
কতো শত এম.পি-রা আছে ফোনবুকে!
মন্ত্রী- প্রধানও  আছেন তাঁর মুখে মুখে!
শুধু লোকালেতে নাই তাঁর  যোগাযোগ;
এ কারণে- জনগনের এতো দূর্ভোগ!

ব্যাস্ততা আছে বটে, ইনকামে জিরো;
তবু তিনি এপাড়ার বেশ বড় হিরো!
কোর্ট-টাই পড়ে সদা থাকেন আঁটসাঁট!
অকারণে লোকে দেখে তাঁর চোটপাট!


________________________
# ০১ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।