হায় রে নদী-
একটু যদি সদয় হতি
বল না তোর-
কিসে হতো তেমন ক্ষতি
আমার তবে
হতো না আজ এ দুর্গতি!
একটুখানি-
দয়া-মায়া নাই কিরে তোর
যায়গা জমি-
সবই নিলি পেটের ভিতর
কি কারণে-
সাজলি রে তুই এমন ইতর!
=================
https://www.facebook.com/photo/?fbid=3185701428227099&set=a.200815450049060