হাতেম আলীর হাতে এখন
অর্থ-কড়ির অভাব,
তাই বলে কী চট করে আর
পাল্টানো যায় স্বভাব!
ওনার দাদার দাদায় ছিলেন
আসল হাতেম তাই!
আরব দেশে বসত ছিলো-
গপ্পো শোনো নাই?
গপ্পো যদি নাই শুনেছো
গপ্পো অনেক আছে,
শুনতে হলে এক্ষনি যাও
নাতির নাতির কাছে!
তিস্তা নদীর ঐ পারেতে
যেথায় বালুর চর,
চর পেরুলে দেখতে পাবে
একটি খড়ের ঘর।
সেই ঘরেতে হাতেম আলী
একা একাই থাকেন,
কাউকে পেলেই গপ্পো শোনান
হাত বাড়িয়ে ডাকেন!