কি আর বলি ভাই
ফাটকা কলে
আটকা আছি
শান্তি কোথায় পাই?
মনের কথা বোঝায় কারে
আগুন লাগা এই বাজারে
নেড়ে হস্ত
উদয় অস্ত
কষ্ট করে যাই
দিনের শেষে তবু দেখি-
হাঁড়িতে ভাত নাই।
নুন আনতে পান্তা ফুরায়
দ্রব্যমূল্য পাহাড় চূড়ায়
যতই হাপাই
নাগাল না পাই
ধরতে কেবল চাই!
হা হুতাশে কাটছে জীবন
বাঁচার উপায় নাই।