গুজব নিয়ে আছিরে ভাই
গুজব নিয়ে আছি
সব গুজবে তাল মিলিয়ে
করছি নাচানাচি।
কাকের ভারে গাছ ভেঙেছে
গাছের চিপায় হাতি
মাঝ দরিয়ায় তাবু গেড়ে
চলছে চড়ুইভাতি।
মেঘ বলেছে সুর্য নি'ছে
এক বছরের ছুটি
চাঁদের বুড়ি খাচ্ছে বসে
গরম গরম রুটি।
সংগে আছে আমেরিকা
দেখাও বুকের ছাতি
দেশটাকে কাল উল্টে দিবে
রাজাকারের নাতি।
কেউ কেউ এসে দিচ্ছে টিকিট
স্বর্গে যাবে কে কে
মাওলানা সাব দৌঁড়ে ছোটে
বউ-পোলাপান রেখে।
সিংহ এখন গুহায় থাকে
ইঁদুর দিলেই হাঁচি
গুজব গড়াই গুজব ছড়াই
গুজব নিয়েই বাঁচি।।