দৌঁড়ে এসে- খবর দিলো
চামবাদুড়ের নাতি
কি হয়েছে? কি হয়েছে?
ডিম পেড়েছে হাতি।
একটা ডিমে তিনটা ছানা
ফুটেই তারা গাইছে গানা
শুনবে নাকো কারো মানা
ওরা বীরের জাতি-
আজ দুপুরে মাঝ নদীতে
খেলবে চড়ুইভাতি
গরম খবর চরম ভাবে-
ছড়ায় রাতারাতি।।
================================
প্রকাশিত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলাদেশ।
https://www.erupantorprotidin.com/paper/2024/05/13/1