আমি বলবো ডানে যেতে
তুমি যাবে বায়
সুযোগ পেলে লবন দিবে
আমার পোড়া ঘায়!

না চাইলেও বইতে হবে
কেন এ পাগলামি
তোমার এমন অবাধ্যতা
মানতে নারাজ আমি?

পাচ্ছো কোথা এত সাহস
করছো পুড়ে ছাই
থাকছি না আর তোমার সাথে
গুডবাই! গুডবাই!!