আমাদের আছেন এক গবুচান মন্ত্রী-
আমি মনে করি উনি-
মহা ষড়যন্ত্রী।
স্বার্থের-
বস্তা!
তার কাছে গুম-খুন, লুটপাট সস্তা!
সত্যি তাকে আমি ভাল ভাবে চিনি
দেশ ভালোবাসেন নি...
তিনি কোনদিন ই।
চেয়ারের-
পোকা!
ক্ষমতার জন্য সে সাজেন একরোখা!
নেতা নন, সে এক অভিনেতা বটে
দেখি তার ইশারায়-
কতকিছু ঘটে!
বেসুমার-
কাজ।
তবু তিনি- তবিয়তে করে যান রাজ!
==========================
১৮ মার্চ ২০১৮
লালমনিরহাট।