আবার ঘুঙ্গুর বেঁধে দিবো
আমরা- খুকির পায়
খুকি নাচবে সারাগাঁয়
দেখুক সবাই অবাক চোখে
কেমন দেখা যায়!
জানি তুমি নাচতে পারো
সবার চেয়ে ভালো
ছড়াও শুধুই আলো
তোমার জন্য তবু্ও রাখি
অন্তরালের কালো।
সকল কালো আলো করে
হাসবে আবার তুমি
হাসবে আকাশ ভূমি
ধন্য হবে সোনার বাংলা
তোমার পদ চুমি।।