সাত-সকালে বড় মামা
গলা সাধেন ‘সারেগামা’
কানটা রাখা দায়
কিন্তু মামী পাশে শুয়ে
আরামে ঘুম যায়!

অবাক হয়ে আমরা ভাবি
কোথায় মামীর সুখেরচাবি
কেমন করে হায়
গড় গড় গড় নাকটা ডেকে
এভাবে ঘুম যায়?