আমি
ঘটক পাখিভাই।
ছেলের বিয়ে দেবেন? নাকি-
মেয়ের পাত্র চাই?
ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল
চাকুরিজীবী ছেলে
আমার কাছে সব ধরণের
পাত্র-পাত্রী মেলে।
যেমন চাবেন তাই।।
কালো ফর্সা শ্যামলা বরণ
লম্বা খাটো যেমন ধরণ
বলতে পারেন কি প্রয়োজন
যোগান দেবো তাই।
প্রবাসী চান? নাকি দেশি!
কাকে দিবো গুরুত্ব বেশি
আমার উপর দায়িত্ব দিবেন
চিন্তার কিছু নাই।।
মেট্রিক আইএ বিএ পাশের
ছেলেও আছে জমি চাষের
নো চিন্তা যোগান দেবো
এ করেই তো খাই।।