ঘটক আমি কালিচরণ-
তিরিশ বছর টানা
ঘটে ঘটে মাখছি কালি
সবার আছে জানা!
আমার জালে কে ফাঁসেনি-
কার নাতি? কার নানা?
দাদার বিয়ে দিয়েছি তোর
দিয়েছি তোর বাপের,
তুই যদি যাস ফসকে, সেটা-
বড়োই পরিতাপের!
বেড়াচ্ছি তাই ঢাকনা খুঁজে
হাঁড়ি যেমন মাপের!
এগাঁও ওগাঁও ঘুরতে হলে-
খরচা দিতে হয়,
তোর বিয়েটাও দিবো আমি
জয়! গবিন্দের জয়!
না পারলে নামটি আমার-
কালিচরণ নয়।