স্ত্রীঃ সবার স্বামী বাসায় ফিরে
করে ঘরের কাজও
জামা-কাপড় ছেড়ে এসে
বাসনগুলো মাজো।
তবু কেন দাঁড়িয়ে আছো?
কোথাও যাবে নাকি?
ঘর-সংসার দুই-এ মিলে
চলবেনা আর ফাঁকি!
স্বামীঃ ভাল্লাগেনা এমন জীবন
অফিস ধ্বকল শেষে
পাইনা তো সুখ একটুখানি
নিজের বাড়ি এসে।
চাইনা এমন ঘর-সংসার
আমার ডিভোর্স চাই
সেই বিহিত করবো আজই,
উকিলবাড়ি যাই।
স্ত্রীঃ ফিরলে বড়ো তাড়াতাড়ি
বিহিত কিছু হলো?
কবে নাগাত হচ্ছে ডিভোর্স
উকিলে কিছু ক'লো?
স্বামীঃ উকিল বাবু ব্যস্ত আছেন
ঝাঁট দিচ্ছেন বাড়ি
কোথায় তোমার থালাবাসন
আনো তাড়াতাড়ি।।