ঘাটের নাকি পাঠ চুকেছে
অঘাটই তাই ঘাট
বাপের বয়স আটত্রিশ আর
ছেলের ঊনষাট!
লিচুর গাছে ফলছে কলা
কাঁঠালগাছে আম
জ্ঞানীর চেয়ারে মূর্খ বসেই
করছে ভালো কাম!
চার পা দিয়ে হাঁটছে মানুষ
দুপায় হাঁটছে গাধা!
মরেও নাকি ছড়ি ঘোরান
শ্যামের ঠাকুরদাদা!
বৈষম্যের দেয়াল তুলে
সাম্য ঘরে কাঁদে
ধৈর্য ধরুন শান্তি ফিরে
আসবে দু’দিন বাদে।
তার মানে কি? আগে ছিল
এখন শান্তি নাই
চোর-বাটপার সেজেছে সব
দেশদরদী ভাই।।