ঘরবন্দী_ খাঁচার ভেতর
নেই ভালো এই মন
একাকিত্বের রঙিন ছাবি
দূরের সবুজ বন।

দুঃখ পাখির ডাকাডাকি
হয় না তারে দেখা
আয়নায় মুখ রেখে খুঁজি
নিজের ভাগ্যরেখা।

রেখে আমায় যত্নকরে
ভীষণ অবহেলায়
তুমি আছো সুখনগরে
মহানন্দ মেলায়।
=============
০৬ নভেম্বর ২০২৪, লালমনিরহাট।