যদুর কাছে
মধুর গপ্পো
আমিও পাতি কান_
উনুনে তাদের
ওঠে না হাঁড়ি
রোজই কাচ্চি খান।

কোরমা পোলাও
ফিরনি পায়েশ
দই থাকে শেষপাতে
যদু বললো-
মধুকে আবার_
“ঘি খাস পান্তাভাতে?”

“খাই না মানে?
প্রতিদিনই খাই-
খেয়ে খেয়ে অভ্যাস,
আমার বাপের
বারো বিঘায়_
শুধুই ঘি-এর চাষ।”

“ঘি-এর গাছটা
হয়নি দেখা
দেখতে ওটা কেমন?”
“বুনোসুপারি_
গাছ দেখেছিস?
ওটাও দেখতে তেমন!”