খবর জানিস হাদা-
রামগোপালের খুড়োর ছিল
একটা আজব গাধা!
খয়েরী সেই গাধার ছিল
মস্ত দুটি কান,
দুষ্টুরা সব খেলার ছলে
দু’ ভাগ হতো দু’টি দলে
তারপরে কি করতো জানিস
দিতো দু’দিক টান!
টানের চোটে ওষ্ঠাগত
হতো গাধার প্রাণ
ঠাঁয় দাঁড়িয়ে থাকতো তবু
রাগ হতো না কখন কভূ
ভুল করেও চ্যাঁচাতো না
রাখতো বজায় মান।
হেমন্তের এক বিকেলবেলা
ছাতিম ছড়ায় ঘ্রাণ
দুষ্টুরা সব মাঠের পরে
গাধাটাকে আনলো ধরে
দু’টি দলে ভাগ হয়ে যেই
ছড়ায় খুশির বান
হঠাৎ গাধা পড়লো শুয়ে
মাথাটাকে সামনে ন্যুয়ে
বৈদ্যি এসে জানিয়ে দিল
গেছে গাধার জান।