পদে পদে শিক্ষা নিলাম
দীক্ষা তবু হল না-
রক্তে কেনা স্বাধীনতাও
সবার সমান রল না।

কেউবা সুখে সাঁতার কাটে
কেউ তা মোটে পায় না
স্বাধীনতার ফয়দা লোটে
শৃগাল কুকুর হায়না।