এই ফকারাই ফকফকা সব
কালো মুজিবকোটে
কারো মরার খবর পেলেই
তামদারিতে ছোটে।

দামধারীদের নাম ভাঙিয়ে
বাধার প্রাচীর টোটে
সবার মনটা কভার করেই
সজাগ হয়ে ওঠে।

কথার ভাজে রঙ মেখে দেয়
মানবতার ঠোঁটে
সুযোগ পেলে চুপটি করে
পরের বেসাত লোটে।।