ফারজানা
তুই কানা নাকি?

কালো সে হোক না-
তবু গানপাখি।
কুহু! কুহু!
         উহু! উহু!
রাত দিন তোরে শুধু
করে ডাকাডাকি
অই ডাকে_
          কত থাকে
প্রেম মাখামাখি!

জীবনটা কতদূর
ভেবেছিস তা কি?
কত পথ পেরোলি_
আর কত বাকি?

ফল ছাড়া গাছে কেউ
দেয় না রে ঝাকি!

সময়ে বুঝলি না
সত্যটা খুঁজলি না
আঁকড়ে যা রয়েছিস_
অই সব ফাঁকি।।