মেহনতি বান্দার-
দুইচোখে আন্ধার;
তবু শালা চোরদের
ইতি নেই ধান্দার!

নিত্য নতুন ফাঁদ
পেতে রাখে উমিচাঁদ।

ঘামঝরা মানুষের-
দিন শুধু কান্দার।
পেটে নেই ভাত তবু
টাকা ছাড়ো চান্দার!