একা নির্জনে
নিভৃত বনে-
খুঁজতে গিয়ে পূণ্য
আগ বাড়িয়ে
পথ হারিয়ে
নির্বোধে পায় শূন্য।

ছেড়ে সংসার
দেখ রঙ তার
সকল মনের ভ্রান্তি
জীবের ভিতর
খোঁজো ঈশ্বর
পাবে পরম শান্তি।।