শোনেন তবে দাদা-
সামনে আগাই আর পেছনে
ডাইনে কিবা বামে
কোন কাজে কামে
মনে হচ্ছে সকল সময়
হাত দুখানা বাঁধা।
এরই মধ্যে কেউবা এসে
করছে দাবি চাঁদা!
এরে কি কয় স্বাধীনতা?
মুক্তি এরই নাম?
কম কি দিছি দাম?
ইজ্জত দিছি, রক্ত দিছি
দিছি গায়ের ঘাম!
তবু আজও পরের কথায়
হচ্ছি যে ডানবাম
একটু এদিক-ওদিক হলে
উঠছে গায়ের চাম!