মনে মনে বলি-
সাধ্যের সাথে
সাধটুকু আজ মিলিস
কতদিন ধরে-
চেয়ে চেয়ে দেখি
কিনতে পারি না ইলিশ।

বরফের মাঝে
চকচকে শরীর
রুপোর প্রলেপ মাখা
দাম শুনে রোজ
হতাশাই বাড়ে
হয় না কেনার টাকা।।