০৩/ একুশ আমার বাংলা ভাষা
একুশ হলো দীপ্তশপথ
দৃঢ় অঙ্গীকার
একুশ হলো মাতৃভাষা
রক্ষা অধিকার!
একুশ হলো রক্তমাখা
জাতীয়তাবোধ
একুশ হলো ন্যায্য দাবী
আদায় করা ক্রোধ!
একুশ আমার বাঁচার আশা
একুশ আমার বাংলা ভাষা!
===========
০৪/ একুশ আমার মান
একুশ আমার রক্তে লেখা গান
একুশ আমার ভালোবাসার টান
একুশ আমার শহিদী সম্মান-
একুশ আমার মাতৃভূমির বুক
একুশ আমার জারি-সারির সুখ
একুশ আমার মুক্তির অভিধান!
একুশ আমার অঙ্গীকারের মুঠি
একুশ আমার অধিকারের খুঁটি
একুশ আমার স্রষ্টার অবদান!
একুশ আমার অন্ধকারের চাঁদ
একুশ আমার জাতীয়তাবাদ
একুশ আমার জীবদ্দশার মান!
===============
০৫/ প্রাণের সুখ
স্বর্ণরেখার বর্ণমালায়
জ্বলুক প্রাণের আশা
তার সুবাদে ভালো থাকুক
প্রাণের বাংলা ভাষা।
বিশ্বজুড়ে শিষ্যরা তার
গর্বে ভরা বুক
মাতৃভাষার যাত্রীরা সব
খোঁজে প্রাণের সুখ।