০১
একুশ গর্ব

একুশ গর্ব, একুশ অহংকার!
একুশ আমার রক্তশপথ
দৃঢ় অঙ্গীকার!

একুশ আমার মাতৃভাষার গান
একুশ আমার উচ্চতা, সম্মান!!

একুশ আমার বিশ্ব-পরিচয়
একুশ আমার মৃত্যুঞ্জয়ী
আত্ম-চেতনাময়!

একুশ আমার ভালোবাসার সুর
একুশ আমার শোকের সমুদ্দুর!


০২
ভাষা: আগলে রাখি বুকে

ভাষায় ভাসা- স্বপ্ন আশা
দেইনি জলাঞ্জলি
শহিদ ভায়ের রক্তমাখা
ভাষায় কথা বলি
সেই চেতনায় চলি!

মনের ভাষা
      রণের ভাষা
এবং বহুজনের ভাষা
থাকবে সুখে দুখে
মায়ের ভাষা
      ছায়ের ভাষা
শহর নগর গাঁয়ের ভাষা
আগলে রাখি বুকে!