একুশ মানে সবাই জানে
শুধু সংখ্যা নয়
একুশ মানে বাঙালি জাতির
আমুল পরিচয়!
একুশ মানে স্বপ্ন আশা
একুশ মানে মাতৃভাষা
যে ভাষাতে তোমার আমার
প্রাণের কথা হয়!

একুশ মানে হার না মানা
উজল তরুণোদয়
একুশ মানে বর্ণমালার-
রক্তক্ষয়ী জয়!
একুশ মানে স্নেহ-প্রীতি
একুশ মানে অমরগীতি
যে গীত মোদের অন্তকোণে
সমহিমায় রয়!