আমার ভায়ের রক্তে রাঙা
একুশ ফেব্রুয়ারি
স্বরে-অ, স্বরে-আ, ক খ গ
বর্ণ মালার সারি।

তাইতো একুশ মুখে-ঠোঁটে
শব্দে ফোটা ফুল
রবীন্দ্রনাথ, জসিমউদ্দীন
সুফিয়া-নজরুল।

ভাই হারানো একুশ তবু
আমার অহংকার,
মাতৃভাষার সনদে সে-ই
গোটা দুনিয়ার!!