একুশ আমার নদীর কলতান
একুশ আমার পাখপাখালির গান
একুশ আমার ঘন সবুজ বন
একুশ আমার মুক্ত সমীরণ!

একুশ আমার গর্ব ভরা বুক
একুশ আমার মাতৃভাষার সুখ
একুশ আমার লালপলাশের ফুল
একুশ আমার মায়ের এলো চুল!

একুশ আমার ফুল ফসলের হাসি
একুশ আমার শ্রমিক মজুর চাষী
একুশ আমার লক্ষ প্রাণের দাবি
একুশ আমার স্বাধীনতার চাবী!

একুশ আমার ভাষা-শহিদ ভাই
একুশ আমার জন্মভূমির ঠাঁই
একুশ আমার গর্বের উচু শির
একুশ আমায় হতে শেখায় বীর!